বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী কিছুদিনের মধ্যেই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার অংক (7th Pay Commission DA)। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 38 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। খুব শীঘ্রই তাদের মহার্ঘ ভাতার পরিমাণ বাড়তে চলেছে 4% এবং তারা 42% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowence) পাবেন।
কেন্দ্রীয় সরকারীর কর্মচারীদের মহার্ঘ ভাতা হিসেব করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের গড়ের উপর ভিত্তি করে। All India Consumer Price Index এর গড়ের অংকর ফর্মুলাটি আপনি যদি জানতে পারেন তাহলে খুব সহজেই বুঝে নিতে পারবেন যে কত বেতনের কর্মীরা কত টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন।
ফর্মুলাটি হলো:
{গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০}
তবে সমস্ত সরকারি কর্মচারীরা একই রকম পদ্ধতিতে মহার্ঘ ভাতা পান না। যে সমস্ত কর্মচারীরা রাষ্ট্রায়ত্ত কর্মচারী হিসেবে কাজ করেন, তারা গত তিন মাসের AICPI গড়ের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা পান।
এবার একটি সহজ হিসাবের মাধ্যমে বুঝে নিন যে কোন বেতনের সরকারি কর্মচারীরা কত টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে পারেন প্রত্যেক মাসে এবং বছরে।
যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি ৫৩ হাজার ১০০ টাকা, তার প্রত্যেক মাসে মহার্ঘ ভাতা বাবদ পাবেন ২২ হাজার ৩০২ টাকা। এবং বছরের শেষে গিয়ে ২৫ হাজার ৪৮৮ টাকা বেশি বেতন পাবেন। এই হিসাবে তারা প্রত্যেক মাসে ৭২০ টাকা বেশি পাবেন।
যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি ১৮০০০ টাকা, তারা প্রত্যেক মাসে মহার্ঘ ভাতা পাবেন ৭৫৬০ টাকা এবং প্রত্যেক বছরে ৮৬৪০ টাকা বেশি বেতন পাবেন। এবং এই হিসেবে তারা প্রত্যেক মাসে ৭২০ টাকা বেশি পাবেন মহার্ঘ্য ভাতা হিসাবে।
পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিসংখ্যান মতে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ছিল 4.23%, কিন্তু দশমিক পয়েন্টের হিসাব সরকার গণনা করে না। এই জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে শুধুমাত্র 4%।
তবে মহার্ঘ ভাতা যতটুকুই বাড়ানো হোক না কেন, সেই হিসাব গণনা করা হবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এবং সেই হিসেবেই কর্মীরা অতিরিক্ত মহার্ঘ ভাতা পাবেন।