আপনি কি বর্তমানে স্কুল বা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অর্থাৎ আপনি কি একজন পড়ুয়া? কিংবা পড়াশোনা ছেড়ে শেষ করে বর্তমানে বাড়িতে বেকার বসে রয়েছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনি এখন পড়াশোনা কিংবা ফাঁকা সময়টি কাজে লাগিয়ে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারবেন। আজকে এমনি কিছু পার্ট টাইম কাজের সাথে পরিচয় করে দেওয়া হবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটাই সাহায্য করবে।
ইউটিউব(YOUTUBE)
ইউটিউব বিশ্বের সেরা ভিডিও জনপ্রিয় প্লাটফর্ম। এখানে আমরা দৈনন্দিন জীবনের যতকিছু দরকার প্রায় সমস্ত কিছুই পেয়ে থাকি।ইউটিউবে পড়াশোনা থেকে শুরু করে নাচ,গান,আনন্দদায়ক ভিডিও, বিভিন্ন গ্যাজেটের ভিডিও, এছাড়াও বাজারে কোন মোবাইল , কম্পিউটার, বাইক বা গাড়ি ইত্যাদি আসলো তা দেখে থাকি। এখন আপনিও ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। এরজন্য ১০০০ সাবসক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে চ্যানেল মনিটাইজেশন করার জন্য।
কন্টেন্ট রাইটিং ও ব্লগিং(CONTENT WRITING & BLOGGING)
আপনার যদি বাংলা লেখার স্পিড ভালো থাকে এবং আপনার যদি লেখার প্রতি ভালোবাসা থাকে তাহলে এই কাজটি আপনার জন্য। আপনি এখন নিজে থেকে একটি ওয়েবসাইট তৈরি করে আপনার আকর্ষণীয় লেখার মাধ্যমে ওয়েবসাইট থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে এমন ব্লগার রয়েছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করে। এছাড়াও চাইলে বিভিন্ন অনলাইন খবরের পোর্টালে লেখা পাঠিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এরজন্য খবরের চ্যানেলের মেইলে মেইল করতে হবে আপনাকে। আপনাকে এরজন্য কম্পিউটার বা লেপটপের দরকার পরবে না, হাতে থাকা স্মার্টফোন দিয়েই ব্লগিং এর কাজ অনায়াসে করতে পারবেন।
মেহ্নেদী আর্টিস্ট(Mehendi Artist)
আপনি যদি একজন মেয়ে হন এবং আপনি যদি খুব সুন্দর ভাবে মেহ্নেদী দিতে পারেন তাহলে এই ব্যবসাটি আপনার জন্য। ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে ফেসবুকে পেজ খুলে সেখানে ভালো ভালো মেহ্নেদীর ডিজাইন আপলোড করতে হবে, যাতে দর্শক তা দেখে আপনাকে কল করে এরপর দরদাম ঠিক করে তাকে আপনার কাছে আসতে বলবেন নয়তো বা আপনি বাড়িতে গিয়ে মেহ্নেদী লাগিয়ে দিয়ে আসতে পারবেন। বাড়িতে গিয়ে সার্ভিস দেওয়ার জন্য অবশ্য আপনি অতিরিক্ত চার্জও নিতে পারেন।যদি আপনার মেহ্নেদী সম্পর্কে ভালো জ্ঞান থাকে ও সুন্দর ভাবে মেহ্নেদী দেওয়ার দক্ষতা থাকে তাহলে এই ব্যবসাটি আপনার জন্য।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার(Social Media Influencer)
সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম,টুইটার ইত্যাদি Apps গুলোকে বোঝায়। যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে করে নিজেকে সেইরকম জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে বিভিন্ন কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রমোশন দিবে এইসব Brand Promotion করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইনে টিউশন পড়ানো(Online Tution Teacher)
অফলাইনে পড়াশোনার পাশাপাশি আপনি অনলাইনে পড়াশোনা করায় বেশি টাকা আয় করতে পারবেন। যদি আপনার পড়ানোর প্রতি প্রবল ইচ্ছে থাকে,মনে হয় যে আমি অন্যকে(ছাত্রদের) ভালো ভাবে বুঝিয়ে পাঠ দিতে পারবো, তাহলে অনলাইন কোচিং সেন্টার আপনার জন্য Best মাধ্যম। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন নোটস বিক্রি করে আপনি ভালো টাকা আয় করতে পারবেন। ইতিমধ্যেই প্রচুর শিক্ষার্থী এই অনলাইন কোচিং পথটি বেঁচে নিয়েছে রুজিরোজগার এর জন্য। কেননা বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু প্রায়ই অনলাইন নির্ভর হয়ে উঠেছে।
ভিডিও এডিটির(Video Editor)
একটি সাধারণ ভিডিওকে আকর্ষণীয় করার জন্য প্রয়োজন ভালো এডিট। আপনি যদি একজন ভালো এডিটর হয়ে থাকেন, তাহলে এই কাজ করে দৈনিক ভালো টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন ইউটুবার কোম্পানি তাদের ভিডিও এর এডিট করার জন্য ভালো এডিটর খুঁজে থাকে, সেই জায়গায় যোগাযোগ করে আপনি ভালো মুনফা আয় করতে পারবেন। এছাড়াও আপনি আপনার এডিটিং ভিডিও গুলো ফেসবুকে আপলোড করে দর্শকের মন জয় করতে পারলে, আপনি এডিটিং এর অনলাইন কোর্স চালু করেও সেখান থেকে টাকা আয় করার সুযোগ পাবেন।