HomeBusiness ideasছাত্রছাত্রীদের জন্য উপার্জনের ৬টি উপায়, যেগুলি থেকে সহজেই ইনকাম সম্ভব।

ছাত্রছাত্রীদের জন্য উপার্জনের ৬টি উপায়, যেগুলি থেকে সহজেই ইনকাম সম্ভব।

ছাত্র জীবনে মূলত মাধ্যমিক পরীক্ষা দেবার পর থেকেই ছাত্রছাত্রীদের খরচের পরিমাণ বাড়তে থাকে। উচ্চ মাধ্যমিক স্তরে এবং কলেজ স্তরে সেই খরচের পরিমাণ আরো অনেকটা বেড়ে যায়। বর্তমানে বহু ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনের জন্য চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যম থেকে। কেউবা ডেলিভারি জব(Delivery Job) করছেন কেউবা টিউশন পড়িয়ে হাত খরচের টাকা যোগাড় করছেন।

ছাত্র জীবনে উপার্জন করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে সেটি যেন অবশ্যই পড়াশোনার পাশাপাশি চলে। তাই এমন ধরনের কাজই করা উচিত যাতে পড়াশোনার কোনো রকম ক্ষতি না হয় এবং পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে সেই পদ্ধতিতে উপার্জন করা যায়। আজকের এই প্রতিবেদনে এমনই ছটি উপার্জনের পদ্ধতির কথা জানানো হবে যা ছাত্রছাত্রীদের জন্য এবং সকল বয়সের শিক্ষার্থীদের জন্য সমানভাবে উপযোগী।

টিউশনি:

পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে নিজের থেকে কম ক্লাসের ছাত্র-ছাত্রীদের টিউশন(Tution Job) পড়িয়ে অনেক টাকা উপার্জন করা যায়। এইভাবে উপার্জনের ক্ষেত্রে আপনি আগের ক্লাসের বিভিন্ন পড়ার ঝালিয়ে নিতে পারবেন যা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। তাছাড়া টিউশনি পেশায় অতিরিক্ত সম্মান পাবেন শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের থেকে। বাড়িতে কোচিংয়ের মাধ্যমে বা সরাসরি শিক্ষার্থীদের বাড়ি গিয়েও পড়াতে পারবেন।

ডেলিভারি জব:

বর্তমানে বহু ছেলেমেয়েরা অবসর সময়ে সুইগী, জোমাটো বা অন্যান্য অনলাইন প্লাটফর্মের ডেলিভারি জবের কাজ করছেন। বর্তমানে এই কাজটি অত্যন্ত জনপ্রিয় এবং মূলত ছাত্র-ছাত্রীরা এই কাজটি করছেন। আপনি যদি পড়াশোনার পাশাপাশি এই কাজটি(Jobs beside Study) করতে চান তাহলেও সুযোগ রয়েছে। সারাদিন পড়াশোনা, কলেজ এবং স্কুল এর পাঠ মিটিয়ে সন্ধের পর থেকে রাত পর্যন্ত ডেলিভারি জবের কাজ করতে পারবেন। এতে করে আপনার পড়াশোনারও ক্ষতি হবে না এবং মাস গেলে মোটা অংকের টাকা হাত খরচও পাবেন। বর্তমানে বহু ছেলে মেয়েদের পরিবার ডেলিভারি জবের উপর নির্ভরশীল।

ব্রাইডাল এবং মেহেন্দি আর্টিস্ট:

এই কাজটি মূলত মেয়েদের জন্য হলেও ছেলেরাও এই কাজটি করতে পারবেন। তার জন্য প্রত্যেকেরই দরকার প্রশিক্ষণ। প্রথমে ভালো কোন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট(Bridal Makeup Artist Job) বা মেহেন্দি আর্টিস্টের থেকে কাজ ভালোভাবে শিখে নিতে হবে তারপর এলাকার কোন অনুষ্ঠানে, বিয়ে, অন্নপ্রাশন বা অন্যান্য শুভ অনুষ্ঠানে ব্রাইডাল মেকাপ এবং মেহেন্দি করিয়ে অনেক টাকা উপার্জন করতে পারবেন।

তবে এই পেশায় শুরুর দিকে সামান্য কিছু খরচ করতে হতে পারে। প্রথমত ব্রাইডাল আর্টিস্ট বা মেকআপ আর্টিস্ট এর কাছে কোন কোর্স করতে গেলে তাকে বেতন দিতে হবে। তাছাড়া ব্রাইডাল মেকআপ বা অন্যান্য মেকাপের জন্য যে সমস্ত সাজের সামগ্রী দরকার, তা আপনাকে নিজেকেই কিনতে হবে তবে। তবে পরবর্তীকালে আপনি যা রোজগার করবেন তা দিয়ে অনায়াসেই সংসার চালিয়ে নিতে পারবেন।

ইউটিউব:

বর্তমানে বহু ছেলেমেয়েদের কাছে টাকা উপার্জন করার অন্যতম একটি সহজ পদ্ধতি হলো ইউটিউব(Earning From YouTube) । ইউটিউবে আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত, ভালো এডিটিং, গান, রোস্টিং ইত্যাদির ভিডিও তৈরি করে পোস্ট করতে পারলে সেখান থেকে উপার্জন করার ভালো সুযোগ রয়েছে। এখানে উপার্জন করতে গেলে আপনার দরকার প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার এবং ভিডিওতে অনেক ভিউ। তাহলে আপনি প্রত্যেক মাসে ইউটিউব থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে বহু ছেলে মেয়েরা ইউটিউব থেকে লক্ষাধিক টাকা উপার্জন করে থাকেন যা যেকোনো সরকারি কর্মচারীদের বেতনের তুলনায় কয়েক গুন বেশি।

ডাটা এন্ট্রি জব:

ডাটা এন্ট্রি কাজের মাধ্যমে আপনারা মাসে মোটা উপার্জন করতে পারেন। কিছু বেসরকারী সংস্থা, লোকাল শোরুম বা মার্কেটে ডাটা এন্ট্রি পদের জন্য তারা কর্মী খুঁজে থাকেন। আপনারা সেখানে অংশগ্রহণ করে একজন ডাটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator Job) হিসেবে কাজ করে উপার্জন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন বর্তমানে প্রচুর ডাটা এন্ট্রি জব দেওয়া নামে প্রতারণা হয়ে থাকে। সুতরাং ভালোভাবে বুঝে তারপর এই কাজ শুরু করবেন, সে যে কম্পানিতেই করুন না কেন।

ইন্টারনেটে সার্চ করে বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ খুঁজতে পারেন, তবে অবশ্যই সেগুলি একবার ভেরিফাই করে নেবেন।

টেলিকলার:

বিভিন্ন কোম্পানিগুলি গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, প্রমোশনের জন্য টেলি করার নিয়োগ করে থাকে। অনলাইনে বিভিন্ন জব সার্চিং ওয়েবসাইটে (Website) আপনাদের বায়োডাটা আপলোড (Biodata) করে রাখলে এমন বহু কাজের অফার আপনারা পেয়ে যাবেন। এই কাজটি(Work) আপনারা বাড়িতে বসেই করতে পারেন, তাছাড়া অফিসে গিয়েও করতে পারেন। ছাত্র-ছাত্রীরা অনায়াসে এই কাজটি পড়াশোনার মাঝে করতে পারবেন।

মূলত গ্রাহকদের বিভিন্ন রকম অভিযোগ শোনা, তাদের সমস্যা সমাধান করা, তাদেরকে বিভিন্ন অফার সম্পর্কে জানানো ইত্যাদি কাজ করতে হয় টেরি কলার হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular