HomeBusiness ideasমেয়েদের জন্য আয় করার 6 উপায় তাও আবার ঘরে বসেই, জেনে নিন...

মেয়েদের জন্য আয় করার 6 উপায় তাও আবার ঘরে বসেই, জেনে নিন ঝটপট।

এখনকার যুগে মেয়েরাও পিছিয়ে নেই আর তারা নিজেদের হাতখরচ থেকে শুরু করে সমস্ত খরচ নিজের আয়েই করতে ইচ্ছুক অবশ্যই। কিন্তু অনেক মেয়ের কাছেই উপায় থাকেনা বাইরে গিয়ে কোনো কোম্পানি বা অফিসে বসে কাজ করার তাই তাঁরা চান ঘরে বসেই ইনকাম করার সুযোগ। আজ এরকমই কিছু উপায়ের কথা বলতে চলেছি আমরা এই প্রতিবেদন মারফত। ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

i) কোচিং সেন্টার(Coaching Center):

বাইরে নয়, বাড়িতেই খুলে ফেলতে পারেন কোচিং সেন্টার এবং ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় শিক্ষার্থীকে নিয়ে শুরু করতে পারেন আপনার কোচিং(Coaching)। আপনি যে বিষয় পড়ানোর জন্য বিশেষ আগ্রহী, শুধু সেই বিষয় পড়িয়েও করতে পারেন মাসের শেষে মোটা টাকা ইনকাম। শুধু বাড়িতে কেনো, আপনি শুরু করতে পারেন অনলাইনেও পড়ানো(Online Teaching)। এতেও বিশেষ সুবিধা পাবেন।

ii) ফ্রিল্যান্সিং/কন্টেন্ট রাইটিং(Freelancing/Content Writing):

মেয়েরা বেশিরভাগ সময়েই লেখালেখি করতে ভালোবাসেন। সখের এই লেখালেখিকে যদি আপনার পেশা হিসেবে বেছে নেওয়া যায় তাহলে মন্দ হয়না তাইনা? অনলাইনে খোঁজ করলেই পেয়ে যাবেন এমন সব কোম্পানির কর্মকর্তাদের যাঁরা নিজের কোম্পানির জন্য লেখালেখির লোক খুঁজছেন। এইসব এমপ্লয়ারের (Employer) সঙ্গে যোগাযোগ করে শুরু করুন লেখালেখি নিয়ে আপনার কেরিয়ার। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট রাইটিংয়ের প্রচুর চাহিদা।

iii) বিউটি পার্লার(Beauty Parlour):

আপনি কি সাজতে ও সাজাতে ভালোবাসেন? পার্লার যান রূপচর্চা করতে? কখনো ভেবেছেন যে পার্লারে যাঁরা কাজ করেন, তাঁদের আয় কত? যদি না ভেবে থাকেন তাহলে এবার ভাবার সময় এসেছে। নিজে আর পার্লারে না গিয়ে বিউটি কোর্সের কাজ শিখে খুলে ফেলুন নিজের পার্লার। ভালোভাবে কাজ পারলে মাসের শেষে করতে পারেন মোটা টাকা ইনকাম।

iv) মেহেন্দি আর্টিস্ট(Mehendi Artist):

মেয়েরা বেশিরভাগই মেহেন্দি পরতে ভালোবাসে। আবার অনেক মেয়েই আছে যাঁরা খুব ভালো মেহেন্দি পরান। এই সখকে বদলে ফেলতে পারেন পেশাতে। আজকাল মেহেন্দি আর্টিস্ট এর ভীষণ চাহিদা। পুজো হোক কি বিয়েবাড়ি, সবেই মেহেন্দির রমরমা। সুন্দর করে মেহেন্দি পরিয়ে যদি পারেন আপনার ক্লায়েন্টের (Client) মন জয় করতে তাহলে তো কথাই নেই। বাড়বে ক্রেতা সংখ্যা আর সাথে বাড়বে লক্ষ্মীলাভ!

v) হোম ডেলিভারী(Home Delivery):

আজকাল মানুষ বড় ব্যস্ত। বাড়িতে স্বামী ও স্ত্রী, দুজনেই কর্মরত হলে খাবার বানিয়ে খাওয়ার সময়টুকুও পান না। রোজ রোজ বাইরের থেকে কেনা খাবারও স্বাস্থ্যকর না। এই সময় চাহিদা বাড়ে বাড়িতে বানানো খাবারের অর্থাৎ ঘরোয়া খাবারের হোম ডেলিভারীর(Food Home Delivery)। আপনার যদি রান্নাবান্নার সখ থাকে তাহলে বাড়ি থেকেই শুরু করতে পারেন এই ব্যবসা। বাড়িতে তৈরি ঘরোয়া খাবার বানিয়ে পৌঁছে দিন আপনার ক্রেতার কাছে কোনো ডেলিভারি বয় এর মাধ্যমে। সময়মতো পছন্দের ঘরোয়া খাবার মুখের সামনে পেলে আর কি চাই!

vi) বেকিংয়ের ব্যবসা(Baking Business):

বাড়িতে বানানো পরিষ্কার ও স্বাস্থ্যকর কেকের চাহিদা এখন অনেক। জন্মদিন হোক কি বিবাহ বার্ষিকী, সবেই আজকাল মানুষ কেক কেন পালন করে আর সবাই চান ঘরে বানানো বেস্ট কেক। সুস্বাদু ও ভালো কেক বানিয়ে তাক লাগিয়ে দিন। বাড়বে ক্রেতা সংখ্যা আর সঙ্গে বাড়বে টাকার পরিমাণও!

উপরোক্ত 6টি উপায় বাদেও আজকাল অনলাইন মারফত উপার্জন করার আরো অনেক উপায় খুঁজলেই পাওয়া যায়। সবগুলো এই একটি প্রতিবেদনে উল্লেখ করা সম্ভব হলোনা। পরবর্তীতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular