HomeBusiness ideasবাড়িতে বেকার বসে না থেকে শুরু করে ফেলুন এই ব্যবসাগুলি! আয়ের পরিমাণ...

বাড়িতে বেকার বসে না থেকে শুরু করে ফেলুন এই ব্যবসাগুলি! আয়ের পরিমাণ অনেক।

বর্তমান সময়ে চাকরির বাজার মন্দা থাকায় অনেকেই ঝুঁকছেন ব্যবসার দিকে। বেশিরভাগ মানুষ চাইছেন স্বল্প বিনিয়োগে (Low Investment) ব্যবসা শুরু করতে। অনেকে আবার চাকরির পাশাপাশি আলাদা ভাবে ব্যবসা করতে চান। অনেকে আবার চান বাড়িতে বসেই এমন কিছু ব্যবসা করতে যাতে ভালো মুনাফা অর্জন করা যাবে। আজ এই প্রতিবেদনে এমনই কিছু ব্যবসার কথা (Business Ideas) বলতে এসেছি। যেগুলি ঠিকভাবে করলে মিলবে মোটা টাকার উপার্জনের সুযোগ।

আসুন তাহলে আর দেরি না করে ব্যবসার সেইসব আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে হ্যাঁ, যে উপায়গুলির কথা বলতে চলেছি সেগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ভালমত ধারণা রাখতে হবে তবেই উন্নতি সম্ভব। খুব কম অর্থের বিনিয়োগের মাধ্যমেও এই ব্যবসাগুলি করা সম্ভব।

i) ডিজিট্যাল মার্কেটিং (Digital Marketing):

বর্তমানে ডিজিট্যাল মার্কেটিং ইন্টারনেটের দুনিয়াতে (World of Internet) রাজ করছে। সঠিকভাবে করলে এর থেকে মাসের শেষে পাবেন প্রচুর মুনাফা। ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) প্রধানত যেকোন ব্র্যান্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ আর তাই আপনাকে অনলাইন দুনিয়াতে খুঁজতে হবে আপনার ক্লায়েন্টদের যারা আপনার সাথে কাজ করতে ইচ্ছুক হবে। এই ডিজিট্যাল মার্কেটিং এর অনেক ধাপ আছে। একসাথে সব শিখে নেওয়া সম্ভব না।

ধীরে ধীরে শিখুন এবং সবার আগে নিজের একটি আকর্ষণীয় পোর্টফোলিও (Attractive Portfolio) বানান। যেটি দেখে আপনার ক্লায়েন্ট (Client) আপনাকে কাজ দেবে এবং সঠিকভাবে করতে পারলে হবে মোটা টাকার উপার্জন তাও বাড়িতে বসেই।

ii) বিউটি পার্লার (Beauty Parlour):

বিউটি পার্লার হলো প্রায় সব মেয়ে বা মহিলাদের সুন্দর হবার প্রথম স্থান যেখানে মেয়েরা চুল কাটা থেকে শুরু করে মেকআপ (Hair Cut to Makeup) অবধি সমস্ত কিছুই পেতে পারেন এক ছাদের তলায়। তবে এর জন্য অবশ্যই আপনাকে বিউটি পার্লারের কাজ শিখতে হবে কোর্সের মাধ্যমে এবং কোর্স সম্পূর্ণ করে শুরু করতে পারেন এই ব্যবসা।

আপনার নিজের বাড়িতেই শুরু করতে পারেন এই ব্যবসা। শুধু দরকার সঠিক জায়গা এবং যে যে কাজগুলি আপনার পার্লারে হবে তার জিনিসপত্র অর্থাৎ প্রোডাক্ট(Product)। গ্রামেও শুরু করতে পারেন এই ব্যবসা। বিনিয়োগের পরিমাণ ও খুব কম। মাত্র ২০-২৫ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমেই করতে পারেন এই ব্যবসা।

iii) কাস্টোমাইজড জিনিসপত্র তৈরি (Making of Customized Products):

বর্তমানে অনেকেই চান প্রিয় মানুষকে অন্যরকম কিছু উপহার দিতে যা হবে প্রেরকের মনের ইচ্ছে অনুযায়ী আর এই জিনিসটাই পরিণতি পাচ্ছে কাস্টোমাইজ প্রোডাক্ট (Customized Products) তৈরির মাধ্যমে। প্রিয় মানুষের জন্য কোনো লাইন বা প্রিয় মানুষের ছবি দিয়ে তৈরি হচ্ছে টি শার্ট, কফি মাগ, ক্যালেন্ডার, ফটোফ্রেম (T Shirt, Coffee Mug, Calender, Photo Frame)-আরো কত কি!

দিনের পর দিন এই কাস্টোমাইজড প্রোডাক্টের চাহিদা বাড়ছে তাই এই ব্যবসা ঠিকভাবে কাজে লাগিয়ে করতে পারেন প্রচুর আয় তাও কিনা বাড়িতে বসেই।

iv) আচার তৈরি (Making Of Pickels):

আচার খেতে কে ভালোবাসে না বলুন তো? উত্তর একটাই যে সকলেই কমবেশি আচার খেতে ভালোবাসেন। আর এই আচার যদি বাড়িতেই তৈরি করা যায় তাও কিনা কোনো ভেজাল জিনিস ছাড়া তাহলে কেমন হবে? বাজার চলতি আচারের থেকে চাহিদা বৃদ্ধি পাবে বাড়ির তৈরি এই খাঁটি আচারের।

মাত্র ১০-২০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমেই করতে পারেন এই ব্যবসা। দরকার শুধু প্রয়োজনীয় খোলা জায়গা আচার তৈরি, আচার শুকানো, আচার প্যাকিং ইত্যাদি কাজের জন্য। প্রাকৃতিক ভাবে তৈরি ভেজাল বিহীন এই আচার মন কেড়ে নেবে সকলের।

তবে আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। সেটি হলো যে প্রথমেই আপনার মনের মত লাভ হবেনা। ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাই হার মেনে নেবেন না।

v) হাতে তৈরি গয়না এবং বুটিকের ব্যবসা (Handmade Jewellery and Boutique Business):

হাতের তৈরি প্রতিটি জিনিসেরই চাহিদা সবসময় তুঙ্গে থাকে। যদি আপনি এই চাহিদাকে কাজে লাগিয়ে হাতে তৈরি গয়না বানাতে পারেন তাহলে তো কেল্লাফতে! উপার্জন (Income) নিয়ে আর ভাবতে হবেনা। তবে অবশ্যই আপনাকে খুব ভালো ভাবে আগে গয়না বানানো (Jewellery Making) শিখতে হবে।

এর সাথেই আসে বুটিকের (Boutique) কথা। একদম অন্য ধরনের একদম নতুন ডিজাইনের পোশাক পরতে তো সকলেই আগ্রহী হন। খুলে ফেলুন নিজের বুটিক(Own Boutique)। তবে এই কাজটি অবশ্যই আপনাকে শিখে নিতে হবে। ভালোভাবে করতে পারলে বাড়িতে বসেই মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ (Invest) করে করবেন হাজার হাজার টাকা আয়।

vi) কেক এবং কুকি তৈরি (Cake and Cookies Baking):

বর্তমানে বাড়িতে বানানো কেক এবং কুকির ও চাহিদা বেড়েছে প্রচুর। যাঁরা বেকিং (Baking) ভালোবাসেন, তাঁরা অনায়াসেই শুরু করতে পারেন এই ব্যবসা। বাড়িতে তৈরি এসব খাবারের চাহিদাও বর্তমানে প্রচুর। ঠিকভাবে বেকিং শিখে সঠিক ভাবে করতে যদি পারেন এই ব্যবসা তাহলে বাড়িতে বসেই অনেক টাকা উপার্জন (Income) করা সম্ভব।

Free Cake Torte photo and picture

উপরোক্ত প্রতিটি ব্যবসার উপায়ই সময় সাপেক্ষ অর্থাৎ একদিনের মধ্যে প্রচুর আয় হবেনা। ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবে। ধৈর্য্য ধরে করলে অনেক লাভ হবে আপনার।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular