খুব শীঘ্রই ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা(DA) পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। ধারণা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। খবরটি সত্যি হলে তা সত্যিই কেন্দ্র সরকারি কর্মচারীদের কাছে একটি খুশির খবর।
এর আগেও সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারের কর্মচারীদের মহার্ঘভতার পরিমাণ বাড়ানো হয়েছে বহুবার। কিছুদিন আগে পর্যন্ত সরকারি কর্মচারীরা ৩৮% হারে মহার্ঘ ভাতা পেতেন। বর্তমানে কেন্দ্র সরকারের সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। আগামী জুলাই মাসে মহার্ঘভাতার পরিবার আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই মহার্ঘ ভাতা বাড়লে বেতনও বৃদ্ধি পাবে বেশ অনেকটাই।
বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী জুলাই মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার(DA Hike July) পরিমাণ আবারো বাড়তে চলেছে। শোনা যাচ্ছে যে এই মহার্ঘ ভাতার পরিমাণ আগামী দিনে ৪ শতাংশ বাড়তে পারে বা ৫০ শতাংশ পর্যন্ত হয়ে যেতে পারে।
৫০ শতাংশ DA হলে বেতন কত বাড়বে ?
কোন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে তার ৫০ শতাংশ হলো ১৫ হাজার টাকা। অর্থাৎ তিনি তার বেতনের পাশাপাশি অতিরিক্ত আরো ১৫০০০ টাকা পাবেন।
আবার কোন সরকারি কর্মচারী যদি প্রত্যেক মাসে ৬০০০০ টাকা বেতন পান, তাহলে সেই হিসেবে মহার্ঘ ভাতার পরিমাণ হবে ৩০ হাজার টাকা। এবং সেক্ষেত্রে তিনি তার বেতনের সাথে অতিরিক্ত ৩০ হাজার টাকা পাবেন মহার্ঘ ভাতা হিসেবে।
সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। প্রথমবার বৃদ্ধি করা হয় জানুয়ারি মাসের ১ তারিখ এবং পরেরবার বৃদ্ধি করা হয় জুলাই মাসে। ছয় মাসের ব্যবধানে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। সামনে আবার কবে মহার্ঘ ভাতার পরিমাণ বাড়তে চলেছে, তা নিয়ে আশায় বুক বাঁধতে চলেছেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা।