সরকারি চাকরি(Govt. Jobs) পেতে গেলেন নূন্যতম কোয়ালিফিকেশন থাকে অষ্টম শ্রেণী পাস। এছাড়া আরো বেশ কিছু চাকরি আছে যেগুলি মাধ্যমিক যোগ্যতাতেই আবেদন করা যায়। মাধ্যমিক যোগ্যতাতে রাজ্য এবং কেন্দ্রের বেশ কয়েকটি চাকরিতে (Madhyamik Pass Jobs WB) আবেদন করা যায়। তবে যোগ্যতা যত বাড়বে তত উচ্চপদস্থ কর্মী হিসেবে বা অফিসার রাঙ্ক এ কাজ করার সুযোগ থাকে।
আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটি চাকরির ব্যাপারে আলোচনা করা হবে যেগুলি মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আপনারা আবেদন করতে পারবেন (Madhyamik Pass job)। এছাড়া এই প্রতিবেদনটি বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য, যারা মাধ্যমিক পাশ যোগ্যতাতে রাজ্যের এবং কেন্দ্রের চাকরি সম্পর্কে জানতে চান।
১. Railway Group D Recruitment:
মাধ্যমিক পাশ যোগ্যতাতে আবেদন করার মতো অন্যতম একটি নিয়োগ প্রক্রিয়া হলো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা ITI পাস করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে।
মাসিক বেতন: 21000 টাকা।
অফিসিয়াল ওয়েবসাইট:
indianrailways.gov.in
www.rrbkolkata.gov.in
২. SSC GD Recruitment:
মূলত ডিফেন্সের বিভিন্ন বিভাগে চাকরির জন্য স্টাফ সিলেকশন বোর্ডের মাধ্যমে এই চাকরির পরীক্ষাটি দিতে হয়।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ যোগ্যতাতে আবেদন করা যায়।
পদের নাম: এখানে বিভিন্ন রকম পদে প্রার্থীদের নিয়োগ করা হয়। যেমন BSF, CISF, SSB, NIA, CRPF ইত্যাদি।
বয়সসীমা: ১৮ থেকে ২৩ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে।
মাসিক বেতন: 21,700 থেকে 69,100 টাকা।
অফিসিয়াল ওয়েবসাইট: www.ssc.nic.in
৩. WBPSC Clerkship Recruitment
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা দিতে হয়। এটি একটি স্থায়ী চাকরি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ যোগ্যতাতে আবেদন করতে পারবেন। Madhyamik Pass
পদের নাম: মূলত ক্লার্ক পদে নিয়োগ করা হয়। যেখানে আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক নামের দুটি বিভাগ থাকে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে।
মাসিক বেতন: 5,400 টাকা থেকে 25,200 টাকা।
অফিসিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in
৪. WBP Constable Recruitment:
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি দিতে হয় মাধ্যমিক পাশ যোগ্যতাতেই এই পরীক্ষাটি দেওয়া যায়।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
পদের নাম: কনস্টেবল
বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: অনলাইনে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: 22,700 টাকা থেকে 58,500 টাকা।
অফিসিয়াল ওয়েবসাইট: wbpolice.gov.in
৫. SSC MTS Recruitment
কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে চাকরি করার জন্য এই পরীক্ষাটি দিতে হয়।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
পদের নাম: এখানে বিভিন্ন রকম পদে নিয়োগ করা হয়। যেমন: Gardner, Peon, Daftary, Watchman, Cleaning Staff, Jr. Gestetner ইত্যাদি।
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: অনলাইনে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: 24,000 টাকা থেকে 28,000 টাকা।
অফিসিয়াল ওয়েবসাইট: ssc.nic.in