পড়াশোনার পাশাপাশি নিজের হাতখরচ চালানোর জন্য উপার্জন করতে কে না চায়! বিশেষ করে যদি সেই উপার্জন বাড়িতে বসেই করা যায় খুব সহজে তাহলে তো কথাই নেই! আজ রইলো এমনই কিছু উপায়ের সন্ধান তবে তা শুধু কলেজ পড়ুয়াদের জন্যই প্রযোজ্য। পুরো প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।
i) অনলাইন কোচিং(Online Coaching):
যুগ বদলেছে আর তার সাথে বদলেছে পড়াশোনার ধরণও। আজকাল প্রায় সবকিছুই অনলাইনে, এমনকি পড়াশোনাও। তাই বেড়েছে অনলাইন কোচিংয়ের (Online Coaching) রমরমা। কলেজে যাঁরা পড়াশোনা করেন, তাঁদের অবশ্যই নিজেদের থেকে নীচু ক্লাসগুলোতে পড়ানোর দক্ষতা থাকবে আর সেটিকে কাজে লাগিয়ে শুরু করতে পারেন অনলাইনে কোচিং বা টিউশন। মাসের শেষে হাতখরচ তো আসবেই, আপনার ছাত্রসংখ্যা বেড়ে গেলে বাড়বে টাকার সংখ্যাও।
ii) স্মল বিজনেস(Small Business):
পড়াশোনার পাশাপাশি আপনি যদি কোনো সখ রাখেন যেমন গয়না বানানো, ঘর সাজানোর জিনিস বানানো, উলের বোনা জিনিস ইত্যাদির সখ থাকলে শুরু করতে পারেন স্মল বিজনেস বা ছোট ব্যবসা তাও আবার অনলাইনে। হাতে তৈরি গয়না, উলের বোনা সোয়েটার বা পুতুল, হাতে তৈরি ঘর সাজানোর জিনিস এমনকি হাতের তৈরি সুগন্ধি বা মোমবাটিরও আজকাল ভীষণ চাহিদা। সখের এই জিনিসগুলো বানিয়ে অনলাইনে বিক্রি করে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।
iii) বেকিং(Baking):
কেক, বিস্কুট, চকোলেট ইত্যাদি বানানোর সখ থাকলে সেই জিনিসটিকেই কাজে লাগিয়ে করে ফেলুন উপার্জন। তবে সবার আগে ভালোভাবে কাজ শেখার জন্য অবশ্যই কোর্স করুন কারো কাছে। তারপর শুরু করুন বানানো এবং বিক্রি করা। আপনার বানানো কেক, বিস্কুট, চকোলেট সবার যত ভালো লাগবে ততই বাড়বে চাহিদা আর ততই করবেন অর্থলাভ।
iv) ফ্রিল্যান্সিং(Freelancing):
আপনি যদি লেখালেখি করতে ভালবেসে থাকেন তাহলে শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং। অনলাইনে আজকাল প্রচুর কোম্পানি ফ্রিল্যান্সার খোঁজে যাঁরা তাঁদের কোম্পানির জন্য কাজ করবেন এবং বিনিময়ে তাঁরা দেবেন টাকা। এতে উভয় পক্ষেরই লাভ হবে। অনলাইনে একটি খুঁজলেই পেয়ে যাবেন এসব কাজের খোঁজ।
উপরোক্ত উপায়গুলি বাদেও অনেকরকম ভাবেই আজকাল অনলাইন মারফত উপার্জন করা যায়। সেসব নিয়ে নাহয় পরে কোনোদিন আলোচনা করা যাবে। এরকমই আরো বিষয়ে জানতে হলে প্রতিদিন নজর রাখুন আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলোতে।