আগামী ২০২৬ সালের অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। এমন সময় বিশেষ ঘোষণা করলো পর্ষদ। কি সেই ঘোষণা? জেনে নিন।
গত ১১ জুলাই, পর্ষদ নিজের ওয়েবসাইটে জানিয়েছে যে এই বছর হবে অনলাইনে রেজিস্ট্রেশন অর্থাৎ ২০২৬ সালে যেসব পড়ুয়ারা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন অনলাইনে হবে। পর্ষদ আশাবাদী যে এইভাবে রেজিস্ট্রেশন করলে অনেক বেশি সুবিধা হবে ও স্বচ্ছতা আসবে।
তাহলে আসুন আমরাও একটু বুঝি যে কি সুবিধা পেতে চলেছি।
আগের নিয়মে এই রেজিস্ট্রেশন ছিল এক দীর্ঘমেয়াদি বিষয়। পর্ষদের থেকে আনা ফর্ম, সেই ফর্ম সঠিকভাবে পূরণ, এরপর ফি নেওয়া, ভুল ভ্রান্তি ঠিক করা ইত্যাদি বিষয় ছিলো।
এবার অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ক্ষেত্রে থাকবেনা এত কিছু। ছাত্রছাত্রী সরাসরি এবং সঙ্গে সঙ্গেই ভুল ভ্রান্তি ঠিক করতে পারবেন এবং দিয়ে পারবেন রেজিস্ট্রেশন ফিও। অর্থাৎ পদ্ধতিতে আর কোনো সমস্যা হবে না।
ইতিমধ্যেই অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ভালো সাফল্য পেয়েছে পর্ষদ আর তাই ভরসা করে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও রেজিস্ট্রেশনে একই পথে হাঁটলো তারা।
Official Website Link:
wbbse.wb.gov.in
এই বিষয়ে বিস্তারিত জেনে নিন ওয়েবসাইটে গিয়ে।